মন্ত্রণালয়ে বিস্ফোরণ, সহকর্মীদের সঙ্গে নিহত আফগান মন্ত্রী

Voice of Dhaka
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২৪ | ৭:২৪ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Voice of Dhaka
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২৪ | ৭:২৪ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

আন্তজার্তিক ডেস্ক : আফগানিস্তানের শরণার্থীবিষয়ক মন্ত্রী একটি আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছেন। কাবুলে তার মন্ত্রণালয়ের অফিসে বুধবার এ বিস্ফোরণ হয়। একটি সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ কথা জানিয়েছে।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে সূত্রটি বলেছে, ‘দুঃখজনকভাবে, শরণার্থী মন্ত্রণালয়ে একটি বিস্ফোরণ ঘটেছে এবং মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি তার কিছু সহকর্মীর সঙ্গে নিহত হয়েছেন। বিস্ফোরণটি আত্মঘাতী বোমা হামলার ফলে হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।
এএফপি জানিয়েছে, খলিল উর-রহমান হাক্কানি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় আছেন এবং কখনোই তিনি স্বয়ংক্রিয় অস্ত্র ছাড়া বের হতেন না। তিনি তালেবান সরকারের প্রভাবশালী নেতা জালালুদ্দিন হাক্কানির ভাই ছিলেন, যিনি হাক্কানি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন। তালেবানের দুই দশকব্যাপী বিদ্রোহের সবচেয়ে সহিংস আক্রমণগুলোর জন্য দায়ী এই নেটওয়ার্ক। এ ছাড়া বর্তমান আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির চাচা ছিলেন খলিল।
হাক্কানি পরিবার তালেবান সরকারের মধ্যে প্রভাব অর্জনের জন্য লড়াই করছে বলে মনে করা হয়। পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, হাক্কানি পরিবারকে একটি প্রভাবশালী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা তালেবানের কান্দাহারভিত্তিক সর্বোচ্চ নেতার ইসলামী আইন প্রয়োগের কঠোর অনুসারী দলের বিপরীতে।
এদিকে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে বেশ কয়েকজন শীর্ষ নেতার মৃত্যু হয়েছে, যার মধ্যে প্রাদেশিক গভর্নর, কমান্ডার ও ধর্মীয় নেতারা রয়েছেন।
তাদের অধিকাংশই ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর দাবীকৃত হামলায় নিহত হয়েছেন। তবে তালেবান বাহিনী ২০২১ সালে আফগানিস্তান দখল করার পর থেকে আফগানিস্তানে সহিংসতা কমে গেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ন্যাটো নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর বিরুদ্ধে তাদের যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু ইসলামিক স্টেট খোরাসান হিসেবে পরিচিতি আইএসের আফগান শাখা দেশটিতে সক্রিয় রয়েছে এবং নিয়মিতভাবে সশস্ত্র হামলা ও বোমা বিস্ফোরণের মাধ্যমে সাধারণ মানুষ, বিদেশি নাগরিক ও তালেবান কর্মকর্তাদের লক্ষ্য করে থাকে।

ট্যাগ: