দুবাই গোল্ডসুকে সোনার বাংলা জুয়েলারির লাইফস্টাইল হাব চালু

Voice of Dhaka
আপডেটঃ আগস্ট ৩, ২০২৫ | ৫:২২ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Voice of Dhaka
আপডেটঃ আগস্ট ৩, ২০২৫ | ৫:২২ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

বিশেষ প্রতিবেদন : দুবাইয়ের গোল্ডসুক সোনার বাংলা জুয়েলার্স লাইফস্টাইল হাব চালু করেছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এই গোল্ড বাজারে দেশি বিদেশি গ্রাহকের আস্থা অর্জন করতে এমন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। দেশীয় গ্রাহকের জন্য বিনা মজুরিতে গোল্ড কেনার সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠানটি।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের গোল্ড মার্কেটে পহেলা আগস্ট, শুক্রবার সোনার বাংলা জুয়েলার্সের এ হাব উদ্বোধন করা হয়। দিনভর নানা আয়োজনের মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, কেক কাটা, খাবার বিতরণ ও দোয়া মোনাজাত। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার ও গোল্ড ব্যবসায়ী ইমরান হোসেন ফিতা কেটে জুয়েলারির এ আউটলেট উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, বাংলাদেশের উদ্যোক্তা গোল্ড বাজারে বিনিয়োগ করলে প্রবাসীদের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠানো সম্ভব।

বাংলাদেশের ১৫ লাখ প্রবাসীর আস্থা অর্জন করতে সোনার বাংলা জুয়েলার্সের শুভ সূচনা করা হলো মন্তব্য করে ম্যানেজিং পার্টনার ইশতিয়াক আহমেদ বলেন, আমাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো একধাপ এগিয়ে যেতে সক্ষম হবো। আমরা খাঁটি সোনার টিটি বার ও অলংকারের গুণগত মান নিশ্চিত করে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনার বাংলা জুয়েলার্স এর ম্যানেজিং পার্টনার ইশতিয়াক আহমেদ, পরিচালক শুভ আহমেদ, মোঃ শাহজালাল, খায়রুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীরা।

ট্যাগ: