আমিরাতে ফিলিপাইনো সেলিব্রেশন

Voice of Dhaka
আপডেটঃ ডিসেম্বর ২২, ২০২৪ | ৯:৪৬ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Voice of Dhaka
আপডেটঃ ডিসেম্বর ২২, ২০২৪ | ৯:৪৬ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

স্টাফ রিপোর্টার : সংযুক্ত আরব আমিরাতের একটি হোটেলে জন্মদিন উপলক্ষে ফিলিপাইনের প্রবাসীদের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে ফিলিপাইনের কৃষ্টি কালচার, ঐতিহ্য বিশ্বের বুকে তুলে ধরেন আয়োজকরা। দিনভর অনুষ্ঠানের মাধ্যমে খেলাধুলা ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। মনমুগ্ধ করে আয়োজন ছিল চোখে পরার মত। ফিলিপাইনের আঞ্চলিক নৃত্যের মাধ্যমে নিজেদের কালচার তুলে ধরেন শিল্পীরা।

অনুষ্ঠানে ভিভি আন, মারিলো ও রেহানার আয়োজনে বিভিন্ন কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: