শুরু হলো শৈত্যপ্রবাহ, আরো শীতের আভাস

Voice of Dhaka
আপডেটঃ ডিসেম্বর ১৪, ২০২৪ | ১২:৪৩ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Voice of Dhaka
আপডেটঃ ডিসেম্বর ১৪, ২০২৪ | ১২:৪৩ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গত কিছুদিনে দেশে শীতের অনুভূতি অনেকটাই বেড়েছে। আজ শুক্রবার চলতি শীত মৌসুমে প্রথমারের মতো দেশের তিন জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহও বয়ে গেছে। সেই সঙ্গে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা পারদ নেমে এসেছে ৮ ডিগ্রির ঘরে যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরো দুই-তিনদিন তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এতে শীতের অনুভূতি বাড়তে পারে। বাড়তে পারে শৈত্যপ্রবাহের বিস্তৃত।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা কালের কণ্ঠকে বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত তাপমাত্রা কম ও শৈত্যপ্রবাহ থাকতে পারে। এরপর আবার দুই দিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনি ও রবিবারের তুলনায় সোমবার তাপমাত্রা একটু বেশি কমতে পারে। ফলে শীত আরেকটু তীব্র হতে পারে সোমবার।’আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ (৮.১ থেকে ১০ ডিগ্রি) বয়ে গেছে। শনিবারও তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আগামীকাল। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রবিবার দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্র থাকতে পারে প্রায় অপরিবর্তিত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮.৪ ডিগ্রি। এ ছাড়া রাজশাহীতে ৯.৭ ডিগ্রি ও চুয়াডাঙ্গায় ৯.৮ ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগ: