কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা

Voice of Dhaka
আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২৪ | ১১:৪৩ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Voice of Dhaka
আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২৪ | ১১:৪৩ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা হয়েছে। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে এ হামলা হয়। গতকাল দিবাগত রাত ২টার সময় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর।
সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট।’
তবে হামলার সময় গাড়িতে কে কে ছিলেন তা প্রকাশ করেননি হাসনাত আবদুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদও তাঁর ফেসবুক পোস্টে গাড়িবহরে হামলার কথা জানিয়েছেন।
তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমরা প্রত্যেকেই জীবন বাজি রেখে চলি। যারা নারায়ণগঞ্জে আমার ভাই-বোনদের ওপর হামলা করেছে, তাদের ক্ষমা নাই।’
এর আগে গত ২৭ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। পরদিন ঢাকার মাতুয়াইলে একটি ট্রাক তাদের বহনকারী গাড়িটিতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে গুলিস্তানে ফের মিনি-ট্রাকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় তাদের গাড়ি। পর পর দুর্ঘটনার বিষয়টি পরিকল্পিত হামলা বলে সন্দেহ করেন হাসনাত আব্দুল্লাহ।

ট্যাগ: