ভারতকে হারিয়ে শিরোপাজয়ী যুবাদের চোখ বিশ্বকাপে
ক্রীড়া ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপা জয়ের পথে দারুণ অবদান রেখেছেন পেসার ইকবাল হোসেন ইমন। ফাইনালে তিন উইকেটসহ পুরো সিরিজে নিয়েছেন ১৩ উইকেট। ১৮ বছরের এই তরুণ ম্যাচসেরার পাশাপাশি হয়েছেন সিরিজসেরাও। এশিয়া কাপ জয়ের পর এবার তার চোখ বিশ্বকাপ জয়ের দিকে।
ফাইনাল ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইমন বলেন, ‘শিরোপা জিতে খুব ভালো লাগছে। দলীয় পারফরম্যান্স ছিল অসাধারণ। দ্রুত উইকেট তুলে নিয়ে আমরা দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে পেরেছি।
তবে এশিয়া কাপই শেষ নয়, আমাদের সামনে বিশ্বকাপের মতো বড় চ্যালেঞ্জ আছে। সবার দোয়া চাই যেন দেশের জন্য আরো বড় সাফল্য আনতে পারি।’
টুর্নামেন্টে বাংলাদেশ দলের পারফরম্যান্সের কথা বলতে গিয়ে সিরিজসেরা ইমন আরো বলেন, ‘আমাদের দলের মধ্যে আত্মবিশ্বাস এবং সমন্বয় ছিল চমৎকার। ১৫ জনের দলে ১১ জন মাঠে খেলেছি, আর বাকি চারজন তাদের সর্বোচ্চ সমর্থন দিয়েছে। এ ঐক্যই আমাদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে। টিম ম্যানেজমেন্টও আমাদের মানসিকভাবে প্রস্তুত রাখতে বড় ভূমিকা রেখেছে।’
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ইমনের দুর্দান্ত বোলিং বাংলাদেশকে ফাইনালে পৌঁছে দেয়। তিনি মাত্র ২৪ রানে চারটি উইকেট নেন।