সাধারণ মানুষের প্রকৃত আয় কমেছে

Voice of Dhaka
আপডেটঃ ডিসেম্বর ৬, ২০২৪ | ৪:৪৮ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Voice of Dhaka
আপডেটঃ ডিসেম্বর ৬, ২০২৪ | ৪:৪৮ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের আগে থেকেই সারা দেশে অনিয়ন্ত্রিত নিত্যপণ্যের বাজার। উচ্চ মূল্যস্ফীতির চাপে প্রকৃত আয় কমে যাওয়ায় অস্বস্তিতে রয়েছে দেশের খেটে খাওয়া মানুষ। সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও বাজারে উত্তাপ কমেনি। বাজার স্থিতিশীল করতে আমদানিকৃত পণ্যের শুল্ক-কর কমানো, মার্জিন তুলে দেওয়া, বাজারে অভিযান চালানোর মতো বিষয়গুলো অগ্রাধিকার পেলেও নিয়ন্ত্রণ করা যায়নি বাজার। বাজারে টাকার প্রবাহ কমাতে কয়েক মাসের মধ্যে একাধিকবার নীতি সুদহার বাড়ানো হলেও আবার টাকা ছাপিয়ে উসকে দেওয়া হয়েছে মূল্যস্ফীতি। অন্যদিকে উচ্চ সুদহারের চাপে নাকাল ব্যবসায়ীরা।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যারা বাজারের প্রধান অংশীজন সেই ব্যবসায়ীদের সরকার গুরুত্ব না দেওয়ায় উল্টো ফল হচ্ছে। সংকট উত্তরণে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সরকার সংলাপ করলেও এখনো ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেনি। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করলে সমাধানের পথ সহজ হবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। বাজার ব্যবস্থাপনার গলদের পাশাপাশি শিল্পে নিরাপত্তাহীনতা, সরবরাহ ব্যবস্থায় সমস্যা, ডলার সংকট, আমদানি-রপ্তানির বেহাল দশায় সংকট আরো ঘনীভূত হয়েছে।

ট্যাগ: