সুখবর দিলেন মেহজাবীন

Voice of Dhaka
আপডেটঃ ডিসেম্বর ৫, ২০২৪ | ৯:০৩ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Voice of Dhaka
আপডেটঃ ডিসেম্বর ৫, ২০২৪ | ৯:০৩ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কিন্তু বড় পর্দায় দেখা যায়নি সেভাবে। বেশ কিছুদিন ধরেই তার সিনেমার খবর শোনা যাচ্ছে। তার অভিনীত দুটি সিনেমা নিয়ে আসছেন বড় পর্দায়। তবে আসার আগে সেসব নিয়ে ঘুরে বেড়িয়েছেন নানা উৎসবে। এবার জানা যাচ্ছে বড় পর্দায় আসার খবর। বলা যায়, প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় মেহজাবীন অভিনয় করেছেন নাম ভূমিকায়। দেশের প্রেক্ষাগৃহে প্রথমবার নিজের সিনেমা মুক্তি নিয়ে কথা বলতে গিয়ে স্মৃতি কাতর হয়ে পড়েন মেহজাবীন। তার মনে পড়ে যায় ক্যারিয়ারের শুরুর দিকের কথা। বলেন, ‘শুরু থেকেই দর্শকরা আমার পাশে ছিলেন।
আমি যখন নতুন, তখন থেকে এখন পর্যন্ত, যত গল্প, যত চরিত্র, প্রায় সবগুলোই দর্শক গ্রহণ করেছেন, ভালোবাসা দিয়েছেন। তাদের ভালোবাসার জন্যই আমি এতদূর আসতে পেরেছি। আমার বিশ্বাস, দর্শকরা আমার সিনেমা দেখতেও প্রেক্ষাগৃহে আসবেন এবং পছন্দ করবেন।’ এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিশিয়ালি সিলেক্ট হওয়া ‘প্রিয় মালতী’ পেয়েছে ব্যাপক প্রশংসা। একদম দেশীয় প্রেক্ষাপটে বানানো সিনেমাটি সহজেই বুঝতে পেরেছেন বিদেশি দর্শক।
মেহজাবীন বলেন, ‘আন্তর্জাতিক দর্শকদের প্রশংসা পেয়ে আমার ভালো লেগেছে, কিন্তু আমি অপেক্ষা করছি দেশের দর্শকদের সিনেমাটি দেখানোর জন্য। তাদের প্রতিক্রিয়া আমার কাছে অমূল্য। দেশের দর্শকদের ভালো লাগলেই আমি সবচেয়ে বেশি খুশি হব।’ ‘প্রিয় মালতী’র মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষিক্ত হচ্ছেন শঙ্খ দাশগুপ্ত। তিনি জানান, ‘প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প। সবাই কানেক্ট করতে পারবেন।
জানা গেছে, সিনেমায় নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে এই ছবির শুটিং হয়েছে।

ট্যাগ: