ফারিয়া শাহরিনের নাটক থেকে বিরতি

Voice of Dhaka
আপডেটঃ ডিসেম্বর ২, ২০২৪ | ৭:১৩ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Voice of Dhaka
আপডেটঃ ডিসেম্বর ২, ২০২৪ | ৭:১৩ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

বিনোদন প্রতিবেদক : ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সেসময়। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এ অভিনেত্রী। তারপর অভিনয় করেছেন বেশ কিছু নাটকে। এদিকে ব্যক্তিগত জীবনে ২০২১ সালে আংটি বদলের পর ২০২৩ সালে বিয়ে করেন এই অভিনেত্রী। এরপর এ বছরের মে তে মা হন তিনি। তারপরই অভিনয়ে খানিকটা ভাটা পড়ে তার। আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন আপাতত আর নাটক করবেন না তিনি।
তিনি আজ সন্ধ্যায় ফেসবুকে লেখেন, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারো ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি। কারণ, ওই ফোন টাই আমি অনেক দিন ইউজ করিনি। সো সবার রিপ্লাই একসাথে দিচ্ছি, আপাতত নাটক এ কাজ করছি না। কবে করবো এটাও জানিনা কিন্তু ভালো টিভিসি হলে করবো।
ধন্যবাদ।’ জানা গেছে সন্তান ও সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী্। তবে কবে নাগাদ আবার তাকে নাটকে দেখা সেটা জানা যায়নি।

ট্যাগ: