অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ : নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

Voice of Dhaka
আপডেটঃ ডিসেম্বর ১, ২০২৪ | ৯:২৮ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Voice of Dhaka
আপডেটঃ ডিসেম্বর ১, ২০২৪ | ৯:২৮ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

ক্রীড়া ডেস্ক : অধিনায়কত্বের দায়িত্বটা দারুণভাবে পালন করছেন আজিজুল হাকিম তামিম। সামনে থেকেই দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিংয়েই বাংলাদেশের যুবারা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে দলকে জয় এনে দিয়েছিলেন তামিম। আজও সেই দুর্দান্ত ছন্দটাই ধরে রেখেছেন তিনি। নেপালের বিপক্ষে অপরাজিত ফিফটি করে দলকে ৫ উইকেটের জয় এনে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। বল বাকি ছিল ১২৮টি। ১০৩ রানের বিপরীতে আজ ৫২ রানের ইনিংস খেলেছেন তিনি।
ইনিংসটি সাজিয়েছেন ৩ ছক্কার বিপরীতে ২ চারে।
তামিম জয় নিয়ে মাঠ ছাড়ার আগে অবশ্য দারুণ এক ফিফটি করেছেন ওপেনার জাওয়াদ আবরার। তবে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ১৪২ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে যে দলীয় ১ রানের মাথায় ‘ডাক’ মেরে ড্রেসিংরুমে ফেরেন আরেক ওপেনার কালাম সিদ্দিকি।
সতীর্থ দ্রুত ফিরলেও দ্বিতীয় উইকেটে অধিনায়ক তামিমের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন জাওয়াদ। নিজে জয় নিয়ে মাঠ ছাড়তে না পারলেও ৫ চার ও ৪ ছক্কায় খেলেছেন ৫৯ রানের ইনিংস। দলের হাল ধরতে এসে শূন্য রানে দ্রুত ফেরেন মোহাম্মদ শিহাব জেমসও।
তবে একপ্রান্ত আগলে রেখে দলের সেমিফাইনাল নিশ্চিত করেন তামিম। যদিও দলের জয় যখন ৮ রান দূরে সে সময় পর পর দুই বলে আউট হন ফরিদ হাসান (১৩) ও রিজান হোসেন (০)। তাতে অবশ্য বাংলাদেশের জয় ঠেকাতে পারেনি নেপালের যুবারা। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আগামী ৩ ডিসেম্বর দুই দলের যারাই জয় পাবে তারাই ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হবে। বর্তমানে দুই দলের পয়েন্ট সমান ৪। তবে রানরেটে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কার যুবারা।
এর আগে বাংলাদেশের জয়ের কাজটা অর্ধেক সেরে রাখে বোলাররা। প্রতিপক্ষকে মাত্র ১৪১ রানে অলআউট করে। একটা সময় ৭৩ রানে ৫ উইকেট হারানো নেপাল দেড় শ ছুঁই ছুঁই স্কোর করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত তাদের স্কোরটা এনে দিয়েছেন ওপেনার আকাশ ত্রিপাঠি (৪৩), উত্তম মাগার (২৯) ও অভিষেক তিওয়ারি (২৯)। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন আল ফরহাদ, ইকবাল হোসেন ইমন ও রিজান হোসেন।

ট্যাগ: