ডিআরইউ’র নতুন সভাপতি আবু সালেহ ও সাধারণ সম্পাদক মইনুল

Voice of Dhaka
আপডেটঃ নভেম্বর ৩০, ২০২৪ | ৯:০১ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Voice of Dhaka
আপডেটঃ নভেম্বর ৩০, ২০২৪ | ৯:০১ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

ইএম ইয়ামিন, ঢাকা থেকে : ঢাকা রিপোর্টার্স ইউনিট (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন শনিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে বিকেলে ৫ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে ভোট গ্রহণ চলছে। কার্যনির্বাহী কমিটি নির্বাচনে আগামী ১ বছরের জন্য বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হোন আবু সালেহ আকন (ভোট সংখ্যা ৮০১) এবং সাধারণ সম্পাদক পদে মইনুল ইসলাম সোহেল ৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এবারের নির্বাচনে মোট ভোট সংখ্যা ছিল এক হাজার ৭৪৪ জন।
২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- গাযী আনোয়ার (সহ-সভাপতি), নাদিয়া শারমিন (যুগ্ম সম্পাদক),শাখাওয়াত হোসেন সুমন (অর্থ সম্পাদক),আব্দুল হাই তুহিন (সাংগঠনিক সম্পাদক), রফিক রাফি (দপ্তর সম্পাদক),রোজিনা রোজি (নারী বিষয়ক সম্পাদক),মিজান চৌধুরী (প্রচার ও প্রকাশনা সম্পাদক),মো: শরীফুল ইসলাম (তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক),মো: মুজিবুর রহমান (ক্রিড়া সম্পাদক),মো: এমদাদুল হক খান (সাংস্কৃতিক সম্পাদক),মো: ছলিম উল্লাহ মেজবাহ (আপ্যায়ণ সম্পাদক),রফিক মৃধা (কল্যাণ সম্পাদক),মো: জোনায়েদ হোসাইন (কার্যনির্বাহী সদস্য),আফতারুজ্জামান (কার্যনির্বাহী সদস্য),মো: বোরহান উদ্দীন (কার্যনির্বাহী সদস্য),আমিনুল হোক ভূইয়া (কার্যনির্বাহী সদস্য),মো: ফারুক আলম (কার্যনির্বাহী সদস্য),সুমন চৌধুরী (কার্যনির্বাহী সদস্য),মো: সলিম উল্ল্যা (কার্যনির্বাহী সদস্য)।

ট্যাগ: