ব্রিজ থেকে পড়ে মানসিক রোগীর মৃত্যু

Voice of Dhaka
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২৪ | ১০:৫০ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Voice of Dhaka
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২৪ | ১০:৫০ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গায় ব্রিজের নিচ থেকে আব্দুল মান্নান (৫৫) নামক এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। নিহত আব্দুল মান্নান সলঙ্গা থানার চড়িয়া শিকার (মাঠপাড়া) গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে (ঢাকা-বগুড়া) মহাসড়কের সলঙ্গা থানার ভুইয়াগাতী এলাকায় জোড়া ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণায় মনে হচ্ছে আব্দুল মান্নান মানসিক ভারসাম্যহীন। পাশাপাশি দুইটা ব্রিজ থাকায় পাশে রাস্তা রয়েছে ভেবেই পা রাখতে নিচে পড়ে মৃত্যু হয়।
নিহতের সহোদর ভাই আমির হোসেন জানান, বুধবার সকালে আব্দুল মান্নান বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন অনেক স্থানে তাঁকে খোঁজাখুঁজি করে। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সকালে মরদেহ টি ব্রিজের নিচে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ: