৫০ টাকার জন্ম নিবন্ধনে দেড়শ টাকা আদায়
স্টাফ রিপোর্টার, পটুয়াখালী : পটুয়াখালীর দুমকিতে সরকারি নির্দেশনা অমান্য করে সাধারণ মানুষের কাছ থেকে ৫০ টাকার জন্ম নিবন্ধন সনদে জনপ্রতি দেড়শ টাকা করে আদায় করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে। কেউ প্রতিবাদ করলে তার আবেদনে ভুল করে আবার সংশোধনী দেখিয়ে তিনি কয়েক দফায় টাকা আদায় করায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশে শিশুর জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত সরকারি নিয়মানুয়ী জন্ম নিবন্ধনের কোনো ফি নেওয়া হয় না। তবে শিশুর ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের উপরে সব বয়সিদের ৫০ টাকা ফি নেওয়ার নিয়ম করে দিয়েছে সরকার। তবে সরকারের এই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপজেলার ১নং পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ সচিব মো. রুবেল সরকারিভাবে নির্ধারিত টাকার জায়গায় নিজেই নতুন নিয়ম করেছেন বলে দাবি করেছেন এলাকাবাসী। সেই নিয়মে প্রতি জন্ম সনদ থেকে দেড়শ থেকে ২০০ টাকা ও জন্ম নিবন্ধনে নাম ভুল হলে সংশোধন করা বাবদ দেড়শ থেকে ২০০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
জন্ম নিবন্ধন নিতে আসা কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে আলাপকালে তারা বলেন, জন্ম নিবন্ধন আনতে গেলে নানা কাগজপত্রের ভুল ধরেন এবং তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করেন সচিব।
ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, দুটি জন্ম নিবন্ধনে সচিব ৩০০ টাকা দাবি করেন। টাকা দিয়ে সরকারি ফি কত জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। উল্টো বলেন, আমার থেকেও অনেক পরিষদে বেশি টাকা নেয়, আমি তো কমই নেই।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ বলেন, সরকারি নির্ধারিত ফি’র বাইরে কোনো বাড়তি টাকা নেওয়ার সুযোগ নেই। বিষয়টি আমি দেখছি এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।