৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল পুনরায় প্রকাশ, উত্তীর্ণ ২১ হাজার ৩৯৭

Voice of Dhaka
আপডেটঃ নভেম্বর ২৮, ২০২৪ | ৬:০১ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Voice of Dhaka
আপডেটঃ নভেম্বর ২৮, ২০২৪ | ৬:০১ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল নতুন করে প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই ফলাফলে মোট ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। গতকাল বুধবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩-এর প্রিলিমিনারি টেস্ট গত ২৬ এপ্রিল ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। এই প্রিলিমিনারি পরীক্ষার প্রথম ফলাফল গত ৯ মে প্রকাশিত হয় এবং ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে কমিশনের গত ১৮ নভেম্বরের সিদ্ধান্ত মোতাবেক আরো ১০ হাজার ৭৫৯ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সর্বনিম্ন নম্বরের একাধিকসংখ্যক প্রার্থী থাকায় সমসংখ্যক প্রার্থীর চেয়ে কিছুসংখ্যক বেশি প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করতে হয়েছে। ফলে আগের ১০ হাজার ৬৩৮ জনসহ ওই পরীক্ষায় সর্বমোট ২১ হাজার ৩৯৭ জন প্রার্থীকে সাময়িকভাবে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

ট্যাগ: