হজযাত্রী নিবন্ধন দুই মাস বাড়ানোর দাবি এজেন্সি মালিকদের
বিশেষ প্রতিনিধি : হজযাত্রী নিবন্ধন আরো দুই মাস বাড়ানোর দাবি জানিয়েছে বেসরকারি হজ এজেন্সি মালিকরা। এ ছাড়া এজেন্সি প্রতি হজযাত্রীর সর্বনিম্ন কোটা ১০০ করা এবং শুধুমাত্র বিমান টিকিটের টাকা নিয়ে হজযাত্রীদের নিবন্ধন করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকরা আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব দাবি জানান। সংগঠনের আহবায়ক আখতারুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ অনুবিভাগ) মতিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মঞ্জুরুল ইসলাম, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ও হাবের সাবেক মহাসচিব লায়ন এম এ রশীদ সম্রাট। আরো বক্তৃতা করেন, হজ এজেন্সি মালিক তাজুল ইসলাম, রুহুল আমিন মিন্টু, নাজিম উদ্দিন প্রমুখ।
জানা যায়, ধর্ম মন্ত্রণালয়ের সময় অনুযায়ী আগামী ৩০ নভেম্বর হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে। কিন্তু এখনো সব হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন হয়নি। এজন্য দুই মাস সময় বাড়িয়ে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর দাবি জানিয়েছেন বেসরকারি হজ এজেন্সি মালিকরা।