৫৩ বছর পর দেশ গড়ার সুবর্ণ সুযোগ এসেছে : মাসুদ সাঈদী
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘১৯৭১ সালে সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিত হয়েছিল জনতার সঙ্গে। সেই ঐতিহাসিক সম্পর্ক অর্থাৎ জনতা ও সশস্ত্র বাহিনীর পারস্পরিক সুসম্পর্ক আমাদের বর্তমান প্রজন্মের জন্য একটি উদ্দীপক বিষয়। জাতির প্রয়োজনে অর্পণ করা কঠিন দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর নিষ্ঠা ও আন্তরিকতা অনন্য। দেশ রক্ষার জন্য প্রশিক্ষণ আর জনগণের জন্য ভালোবাসা এই দুটি বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে আমাদের সশস্ত্র বাহিনীর দেশপ্রেম।
সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেম, পেশাদারিত্ব এবং উন্নত নৈতিকতার আদর্শে উজ্জীবিত হয়ে তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করে যাচ্ছে, যা এই দেশ ও জাতির জন্য গর্বের, আমাদের জন্য অনুপ্রেরণার।’
সশস্ত্র বাহিনী দিবস’২৪ উপলক্ষে সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী এসব কথা বলেন। তিনি আরো বলেন, সশস্ত্র বাহিনী আমাদের গর্বের প্রতিষ্ঠান। আমাদের মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
শান্তিপ্রিয় জাতি হিসেবে আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক আমাদের দেশের শান্তি-শৃঙ্খলার জন্যই প্রয়োজন। পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সুশিক্ষিত ও পেশাদার সশস্ত্র বাহিনী থাকাটা অন্যতম শর্ত। আজকের পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীর ধ্যান-ধারণা, চিন্তা-চেতনার আধুনিকায়ন করতে হবে।
পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করছে। এই ধারা অব্যাহত রাখা এবং শোষণ ও বৈষম্যহীন একটি আধুনিক কল্যাণময় রাষ্ট্র গঠনের চেতনার সমুন্নত বিধানের জন্য সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের গুরুত্ব অনস্বীকার্য।
মাসুদ সাঈদী বলেন, আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব ও পিলখানায় সেনাসদস্যদের হত্যার কারণে বাংলাদেশ যে পথহারা হয়েছিল, ৫ আগস্টের সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আবার প্রিয় বাংলাদেশ পথ ফিরে পেয়েছে। ৫৩ বছর পর দেশ গড়ার এক সুবর্ণ সুযোগ আমাদের এসেছে। এখন ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা বাদে অন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
একাত্তর সালে পাকসেনা ও তাদের দোসররা যেভাবে সাধারণ মানুষের ওপর নির্যাতন করেছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, ঠিক একইভাবে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ বিরোধীমতের নেতাকর্মীদের নির্যাতন করেছে ও ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। আওয়ামী লীগের সকল মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার করতে হবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এডিসি (শিক্ষা) সেলিম হোসেন, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, (অব.) সিনিয়র পেটি অফিসার মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সভাপতি সার্জেন্ট (অব.) মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ। এর আগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে পিরোজপুরের টাউন হল মাঠে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাসুদ সাঈদী।
শ্রমিক সম্মেলনে মাসুদ সাঈদী বলেন, আমরা স্বাধীন হয়েছি শ্রম বৈষম্য নিরসনের কথা বলে। কিন্তু আজ শ্রম বৈষম্য স্মরণকালের সবচেয়ে বেশি। যে শ্রমিকের উৎপাদনে এত এত উন্নয়ন, তার জীবন মানের এত দুরবস্থা কেন? কারণ আজও শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত হয়নি।
জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-শ্রমিক জনতার ভূমিকায় নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম হয়েছে। দেশের অর্থনীতি বেগবান করতে হলে শিল্প কারখানার উৎপাদন বৃদ্ধি করতে হবে। শিল্প-কারখানাসহ অন্যান্য পেশার মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শিল্প-কারখানার কর্মপরিবেশ উন্নত করতে হবে।
মাসুদ সাঈদী বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যেখানে থাকবে না শোষণ বঞ্চনা ও প্রতিহিংসা। ফেডারেশন চায়, সংবিধানের আলোকে সকল ধর্মের বর্ণের মানুষকে সমান অধিকার প্রদান করতে ফেডারেশন চায়, এদেশকে সোনার বাংলাদেশে পরিণত করতে। সোনার বাংলার জন্য আগে সোনার মানুষ তৈরি করতে হবে। তাই সোনার মানুষ তৈরি করতে দেশব্যাপী শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। কল্যাণ ফেডারেশন চায়, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে দেশকে সমৃদ্ধিশালী ও উন্নত করতে। আমরা বিশ্বাস করি, নৈতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা একটি প্রজন্মই দেশের উন্নয়ন এবং জাতির ভবিষ্যৎকে আলোকিত করবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. ছিদ্দিকুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে ও জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল হাইয়ের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ খান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক আলহাজ্ব কবির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের পিরোজপুর জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও অঞ্চল সহকারী পরিচালক মশিউর রহমানসহ অন্যান্য নেতারা।