গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

Voice of Dhaka
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২৪ | ১১:৫৮ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Voice of Dhaka
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২৪ | ১১:৫৮ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

ঢামেক প্রতিবেদক : গাজীপুরের কাশেমপুর বাগবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। তারা হলেন, মো. তানজিল (২২), মো. রাব্বি (২০), মো. শামসুল (৬৫) ও রোজিনা হক (৪৯)। গতকাল শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গাজীপুর এলাকা থেকে মধ্যরাতে চারজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে, তানজিলের ৩০ শতাংশ দগ্ধ, রাব্বির ২৩ শতাংশ দগ্ধ এবং শামসুলের ৫ শতাংশ ও রোজিনা ৩ শতাংশ দগ্ধ হয়। দুই জনকে ভর্তি করা হয়েছে ও দুইজনকে জরুরি বিভাগে অবজারভেশন রাখা হয়েছে।

ট্যাগ: