ময়মনসিংহের তারাকান্দায় উচ্ছেদ অভিযান শুরু

Voice of Dhaka
আপডেটঃ নভেম্বর ৪, ২০২৪ | ৬:০২ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Voice of Dhaka
আপডেটঃ নভেম্বর ৪, ২০২৪ | ৬:০২ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

তারাকান্দা, ময়মনসিংহ প্রতিনিধি # ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রার নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। গতকাল ৩ নভেম্বর তারাকান্দা থানার বাসস্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় তারাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরসহ শহীদ মিনারের পিছনের মূল বাজারে প্রবেশের রাস্তা (ময়মনসিংহ-হালুয়াঘাট) মহাসড়কের আঞ্চলিক সড়কের দু’পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা স্থানীয় সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগ, রুটিন উচ্ছেদ অভিযানসহ যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া ফুলপুর সড়ক উপবিভাগ, সড়ক ও জনপথ বিভাগ-ময়মনসিংহের উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম ভয়েস অব ঢাকা’কে বলেন, তারাকান্দা থানা এলাকাসহ,বাসস্টেশন এলাকায় সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ভূমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা এবং দোকানপাট উচ্ছেদে এই অভিযান পরিচালনা করা হয়েছে।এটি রুটিন উচ্ছেদ অভিযানের অংশ বলে তিনি জানান। অভিযানে পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ: