ঝিনাইদহের কোটচাঁদপুর ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর বর্ণাঢ্য আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার র্যালি,পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে কোটচাঁদপুর উপজেলার চত্বরে জড়ো হতে থাকে সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যরা। এরপর বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি কোটচাঁদপুর বাসস্ট্যান্ড ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। উত্তোলন করা হয় জাতীয় ও সমবায়ের পতাকা। পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন,সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক তহমিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পল্লী সঞ্জয় কর্মকর্তা শাইলা শারমিন, উপজেলার একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, পল্লী সঞ্চয় কর্মকর্তা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা।”সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য এ বছর ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।