দুবাইয়ের “মিরাকল গার্ডেন” : তাজা ফুলের রাজ্য

Voice of Dhaka
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২৪ | ৬:২০ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Voice of Dhaka
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২৪ | ৬:২০ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

মো. ফখরুদ্দীন মুন্না, দুবাই থেকে : গেল বছর হালকা হালকা শীতে দুবাইয়ের মিরাকল গার্ডেনে ঘুরতে যাওয়া। ফুলপ্রেমি বন্ধুদের দল নিয়ে ওইদিন তাজা ফুলের স্রোতে হারিয়ে গিয়েছিলাম। মৌ মৌ গন্ধে আর প্রাকৃতিক সমারোহ যেনো নিজেদের বিলীন করে দেই। মনে হয়েছে ফুলের এক বিশাল রাজ্য। বিশ্বের সর্ববৃহৎ ফুলের বাগান, সত্যি সর্ববৃহৎ বাগান এটি। শুধু ফুলের বাগান নয়, এটা রূপকল্পের দেশ।

বিশ্বের পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় এই বাগান। ‘সানফ্লাওয়ার লাভার্স থিম’ নজরকাড়ে যে কারো। ভুবন ভোলানো লাখো আইটেমের ফুলের সমারোহ ঘটিয়েছে এ বাগানে। অপূর্ব সুন্দর দৃশ্যে সব বয়সের মানুষের মনটাকে নিমিষেই ভালো করে দেবে। সবচেয়ে আকর্ষণীয় হলো ১২ মিটার উঁচু এক টেডি বিয়ার। এটা কিন্তু ফুল দিয়েই তৈরি। সত্যিকার অর্থেই এক মিরাকল গার্ডেন এটি। এই বাগানে রয়েছে ৫০ মিলিয়নের বেশি ফুল! প্রতি মৌসুমেই বিপুল পরিমাণ ফুল ফোটে। এতো প্রস্ফুটিত ফুল দেখলে চোখে ঘোর লেগে যায়। প্রতি বছর ২০ শতাংশ ফুলের সংখ্যা বৃদ্ধি পায় এ বাগানে। এই মিরাকল গার্ডেনে ঘুরতে আসা পর্যটকরা ত্রিমাত্রিক আকৃতিতে তৈরি বিভিন্ন প্রাণী দেখতে পারবেন। আরো দেখতে পারবেন বিভিন্ন কার্টুন চরিত্র। এমিরেটস এয়ারওয়েজের বিমানসহ পশু-পাখি, বিভিন্ন প্রাণীর স্থিরচিত্র তাজা ফুল দিয়ে তৈরি করা হয়েছে। জীবন্ত ফুল ফুটে এসব চরিত্রকে ফুটিয়ে তোলে। অবিশ্বাস্য হলেও সবকিছুই প্রাকৃতিক।

পৃথিবীর সবচেয়ে বড় ফুলের কাঠামো মিরাকল গার্ডেন। এই বাগানে ফুলের তৈরি সবচেয়ে বড় কাঠামো গিনেস বুকে নাম লিখিয়েছে। এমিরেটসের এ৩৮০ বিমান। ফুলে ফুলে ছেয়ে রয়েছে গোটা বিমান। বর্তমানে আন্তর্জাতিক পরিসরে দুবাইয়ের এই বিস্ময়কর বাগানটি সুপরিচিত। আন্তর্জাতিক সম্মাননাসহ ‘কমার্শিয়াল ডিজাইন বিল্ড’ ক্যাটাগরিতে পুরস্কার পায় বাগানটি। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ল্যান্ডস্কেপ প্রফেশনালস অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স এর পক্ষে থেকে দুবাই মিরাকল গার্ডেন পেয়ছে ‘গ্র্যান্ড অ্যাওয়ার্ড’ও।

পর্যটকদের জন্যে অনেক সুযোগ সুবিধা রয়েছে মিরাকল গার্ডেনে। প্রায় ২ হাজার গাড়ি রাখার ব্যবস্থাসহ আধুনিক সব দিকনির্দেশনা। ছুটির দিন সকাল ৯টা থেকে রাত ১১টা এবং অন্যান্য দিনগুলো রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। পরিবারের সবাইকে নিয়ে বেড়ানোর তৃপ্তিদায়ক স্থান দুবাই মিরাকল গার্ডেন। এই বাগানের ভেতর প্রবেশ করলে আপনিও হতে পারেন ফুলের কবি। চয়ন করতে পারেন এভাবে-

“মন ছোঁয়া প্রান্তরে পাখনা মেলুন
উড়ে চলুন সোনারঙ ভালোবাসায়”…

ট্যাগ: