সিকৃবিতে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

Voice of Dhaka
আপডেটঃ অক্টোবর ২৫, ২০২৪ | ৭:১৮ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Voice of Dhaka
আপডেটঃ অক্টোবর ২৫, ২০২৪ | ৭:১৮ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

সিলেট প্রতিনিধি : ব্যানার ছিড়ে ফেলাকে কেন্দ্র করে মধ্যরাতে দুই গ্রুপের সংঘর্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, কৃষি গুচ্ছ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল ক্যাম্পাসের প্রধান দুই ফটকে তাদের দলীয় ব্যানার টানায়। কিন্তু কে বা কারা ব্যানার ছিঁড়ে ফেলে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ থামাতে চেষ্টা করেও ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাত পোহালেই কৃষিগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৯টি কেন্দ্রে প্রায় ৪ হাজার ২১০ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে ।

ট্যাগ: