পরোক্ষ ধূমপানেও কি ফুসফুসের ক্যানসার হয়?

Voice of Dhaka
আপডেটঃ অক্টোবর ১৬, ২০২৪ | ৭:৩০ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Voice of Dhaka
আপডেটঃ অক্টোবর ১৬, ২০২৪ | ৭:৩০ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

ভয়েস অব ঢাকা ডেস্ক : বিভিন্ন ধরনের ক্যানসারের মধ্যে ফুসফুসের ক্যানসার অন্যতম। ধূমপায়ীদের মধ্যে এই রোগের ঝুঁকি বেশি। তবে ধূমপান ছাড়াও বিভিন্ন কারণে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। যার মধ্যে অন্যতম হলো পরোক্ষ ধূমপান। অনেকেরই হয়তো ভুল ধারণা আছে, ধূমপান না করলে ফুসফুসের ক্যানসার হওয়ার ঝুঁকি নেই। তবে আপনার প্রিয়জন কিংবা আশপাশের কেউ যদি ধূমপান করেন আর ওই সময় আপনি পাশে থাকেন, তাতেও কিন্তু আপনি এই ক্যানসারে আক্রান্ত হতে পারেন পরোক্ষ ধূমপানের কারণে।
আর এই ক্যানসার হলে বাঁচার কোনো নিশ্চিত উপায় নেই। যদিও ধূমপান ত্যাগ করার মাধ্যমে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি কমানো যায়। একই সঙ্গে প্রাথমিক পর্যায়ে ফুসফুসের ক্যানসার শনাক্তের মাধ্যমে কমানো যায় ক্যানসারে মৃত্যুঝুঁকি।

ফুসফুসের ক্যানসারে লক্ষণ কী কী?
১. কাশির সময় রক্ত, ২. শ্বাসকষ্ট, ৩. বুকে ব্যথা
৪. ওজন কমে যাওয়া ও, ৫. হাড়ের ব্যথা ইত্যাদি।

পরোক্ষ ধূমপান কীভাবে ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ায়?
ধূমপান না কারলেও পরোক্ষ ধূমপানের কারণও হতে পারে ফুসফুসের ক্যানসারের অন্যতম কারণ। চেইন স্মোকারের আশপাশে থাকলে আপনার ফুসফুসের ক্যানসার হতে পারে।

আপনার পাশে অন্য কেউ ধূমপান করলেও সিগারেট থেকে প্রচুর রাসায়নিক শ্বাসের সঙ্গে গ্রহণ করছেন আপনি ও অন্যান্যরা। যা সবার মধ্যেই ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

ট্যাগ: