কুমারীপূজায় দর্শনার্থীর ঢল, আজ মহানবমী
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মঠে গতকাল শুক্রবার সকালে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীর মূল আকর্ষণ ‘কুমারীপূজার’ আয়োজন করা হয়। দেশের বিভিন্ন মণ্ডপেও একই আয়োজন ছিল। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা। এবার কুমারীপূজায় ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। আজ শনিবার মহানবমী পূজা। পূজার আয়োজকরা জানান, রামকৃষ্ণ মিশনে সকাল ৬টা ৫২ মিনিটে অষ্টমী পূজা শুরু এবং ৭টা ৪১ মিনিটের মধ্যে সন্ধীপূজা শেষ হয়। সকাল সাড়ে ১০টায় কুমারীপূজা শুরু এবং দুপুর ১টায় শেষ হয়। এবারের মাতৃরূপী দেবী দুর্গার শাস্ত্রীয় নাম পূঞ্জিকা, আর জীবন্ত রূপের নাম সংহিতা ভট্টাচার্য।বয়স আট বছর। দুর্গাপূজার পঞ্চম তিথিতে তার জন্ম। তাকে ভোরে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। এরপর সাজিয়ে কপালে সিঁদুর, পায়ে আলতা ও হাতে ফুল দেওয়া হয়। পরে তাকে সুসজ্জিত আসনে বসিয়ে ষোড়শোপচারে (১৬ উপাদান) দেবীজ্ঞানে পূজা করা হয়। এ সময় চারদিকে শঙ্খধ্বনি, ঢাকের বোল, উলুধ্বনি ও দেবী স্তুতিতে মুখর হয়ে ওঠে। পূজা চলাকালে ওই কুমারী ভক্তদের আশীর্বাদ করেছে। পূজার কার্যক্রম শেষে কুমারী মায়ের নাম জানান এবারের পূজার দায়িত্বপ্রাপ্ত স্বামী হরিপ্রেমানন্দ (স্বপন মহারাজ)। তিনি বলেন, দেবী দুর্গাকে সম্মান জানাতেই অষ্টমীতে আয়োজন করা হয় কুমারীপূজার।